অবশেষে নিষেধাজ্ঞা কাটিয়ে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট লীগে অংশগ্রহণ করছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পোস্টার বয় সাকিব আল হাসান। ফিক্সিংয়ের কারণে গত বছর এক বছরের জন্য নিষিদ্ধ হন সাকিব। যার মেয়াদ শেষ হবে এ মাসের ২৯ তারিখে। এরপর মাঠে গড়াবে ছয় দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট।
আর এই টুর্নামেন্টের মধ্য দিয়েই আবারো মাঠে ফিরছেন সাকিব আল হাসান। তবে সাকিব ফিরলেও এখনো অনিশ্চিত মাশরাফি বিন মর্তুজা। সর্বশেষ মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলেছিলেন মাশরাফি। তাই বর্তমান সময়ে ফিটনেস নিয়ে অনেক প্রশ্ন উঠেছে মাশরাফি বিন মর্তুজাকে নিয়ে।
এ বিষয়ে বিসিবি’র ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, নভেম্বরের মাঝামাঝিতে আমরা একটা টি-টোয়েন্টি টুর্নামেন্ট করবো। সাকিবের নিষেধাজ্ঞা উঠে গেলে ওই আসরে অবশ্যই ফিরবে সে। মাশরাফী খেলবে কিনা এটা নির্বাচক ও তার ব্যাপার। নির্বাচকরাই ওর ব্যাপারটা দেখবে।
তবে যতদূর পর্যন্ত খবরে জানা গেছে নভেম্বর এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের খেলবেন মাশরাফি বিন মুর্তজা। অন্যদিকে এই মাসের শেষের দিকেই বাংলাদেশে আসবেন সাকিব আল হাসান। দেশে ফিরে কোয়ারেন্টাইনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে অনুশীলনে যোগ দেবেন সাকিব আল হাসান।