নভেম্বর ৬ দলের কর্পোরেট টি-টোয়েন্ট টুর্নামেন্ট সরাসরি দেখা যাবে টিভিতে

আগামী নভেম্বর থেকে পুরোদমে ক্রিকেট ফিরছে বাংলাদেশে। করোনাভাইরাস এর পরবর্তী সময়ে আগামী নভেম্বরে ৬ দলের একটি কর্পোরেট টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইতিমধ্যেই এই টুর্নামেন্টকে ঘিরে নানা পরিকল্পনা করেছে বিসিবি।

টুনামেন্ট অংশগ্রহণ করতে পারবে বাংলাদেশ থেকে সকল ক্রিকেটার। এক বছরের নিষেধাজ্ঞা থেকে ফিরে এই টুর্নামেন্টের খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে এর থেকে বড় খবর হচ্ছে এই টুর্নামেন্টটি টিভিতে সরাসরি সম্প্রচার করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

মূলত বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ছাড়া বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট লিগের আর কোন খেলা সরাসরি সম্প্রচার করা হয় না টিভিতে। মূলত ঘরোয়া ক্রিকেট লীগে নিয়মিত ভাবে দেখা যায়না বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের। আর সেই কারণেই এই ম্যাচ টিভিতে দেখার জন্য আগ্রহ হারিয়ে ফেলে দর্শকরা।

তবে নভেম্বরের এই টি-টোয়েন্টি লীগে খেলবেন বাংলাদেশ জাতীয় দলের সকল ক্রিকেটাররা। সাকিব, তামিম, মাশরাফি, মুশফিক থেকে শুরু করে মোস্তাফিজুর, তাসকিন, রুবেল, মোহাম্মদ সাইফুদ্দিন, সবাই খেলবে এই টুর্নামেন্ট। ইতিমধ্যেই এই টুর্নামেন্টের জন্য শ্রীলংকা প্রিমিয়ার লিগ না বলে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

তাই জমজমাট পূর্ণ ক্রিকেট টুর্নামেন্ট টিভিতে ব্রডকাস্ট করার চেষ্টাও করছে বিসিবি। আজ দেশের একটি সংবাদমাধ্যমকে এটি জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক জালাল ইউনুস।