পরপর দুই ম্যাচে বল হাতে বাজিমাত করলেন তাসকিন আহমেদ

দীর্ঘদিন পর বল হাতে মাঠে ফিরে তান্ডব চালিয়েছেন তাসকিন আহমেদ। সর্বশেষ শ্রীলংকা নিদাহাস ত্রিদেশীয় টুনামেন্টে খেলেছিলেন তাসকিন আহমেদ। এরপর থেকেই জাতীয় দল থেকে বাইরে রয়েছেন তাসকিন। যদিও ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দলে সুযোগ পেলেও একাদশে সুযোগ পেয়েছিলেন না তিনি।

এরপর থেকেই লকডাউন এর কারণে বাংলাদেশের সকল ধরনের ক্রিকেট ম্যাচ বন্ধ ছিল। গত শুক্রবার এবং শনিবার প্রথম প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটাররা। এরপর আজ দ্বিতীয় ম্যাচে খেলতে নেমেছে তামিম-মুশফিকরা। লকডাউন এরপর এই দুটি ম্যাচ বাংলাদেশ দলের ক্রিকেটারদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল।

দুই ম্যাচের একাদশে সুযোগ পেয়েছেন তাসকিন আহমেদ। আর সেই সুযোগটা কে দারুণভাবে কাজে লাগিয়েছে তাসকিন। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও দুর্দান্ত বোলিং করেছেন তিনি। আজ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ১১ ওভারে ২ মেডেনসহ ৪২ রান খরচ করে নিয়েছেন তিনটি উইকেট। এর আগে প্রথম ম্যাচে ও বল হাতে দুর্দান্ত করেছিলেন তাসকিন আহমেদ।

ওই ম্যাচে ১৭ ওভার বোলিং করে ৪ মেডেনসহ ৪৫ রানে নিয়েছিলেন তিনটি উইকেট। এদিকে নিজেদেরকে ঝালিয়ে নেওয়া আরো একবার সুযোগ পাবেন ক্রিকেটাররা। আগামী ১১ অক্টোবর থেকে শুরু হচ্ছে তিন দলের ওয়ানডে সিরিজ। ওই সিরিজেও বল হাতে দেখা যাবে তাসকিন আহমেদকে।