৩ দলীয় সিরিজের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর। সব কয়টি ম্যাচ অনুষ্ঠিত কবে দিবা-রাত্রির। দেখে নিন সম্ভাব্য সূচি

পুরোদমে ব্যস্ত হয়ে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাত মাস ক্রিকেট খেলা বন্ধ থাকার পর অবশেষে বাংলাদেশে ফিরছে ক্রিকেট ম্যাচ। ইতিমধ্যেই বাংলাদেশ জাতীয় দলের পুলে থাকা ক্রিকেটারদের নিয়ে দুটি প্রস্তুতি ম্যাচ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

যার প্রথমটি অনুষ্ঠিত হয়েছে গত শুক্র এবং শনিবার এবং দ্বিতীয় টি শুরু হয়েছে আজ। দুই দিনের প্রস্তুতি ম্যাচের পর এবার ওয়ানডে সিরিজ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পাশাপাশি এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে বাংলাদেশ এইচপি ক্রিকেট দলের ক্রিকেটাররা।

ইতিমধ্যেই এই টুর্নামেন্টের জন্য সম্ভাব্য একটি সময়সূচি প্রকাশ হয়েছে। আগামী ১১ অক্টোবর থেকে মাঠে গড়াবে এই টুর্নামেন্ট। ৩ দলের এই টুর্নামেন্টের একে অপরের মধ্যে দুটি করে ম্যাচ খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল ফাইনাল ম্যাচ খেলবে ২৩ অক্টোবর।

বিসিবির এক সূত্র থেকে জানা গেছে এসব কয়েকটি ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সব কয়টি ম্যাচ হবে দিবারাত্রির। তবে এখানেই সীমাবদ্ধ থাকছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বাংলাদেশে পুরোদমে ক্রিকেট ফেরাতে নভেম্বরে ৬ দল নিয়ে একটি কর্পোরেট টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বিসিবি। ইতিমধ্যেই এই টুর্নামেন্ট আয়োজনের জন্য ক্রিকেটারদের তালিকা প্রায় চূড়ান্ত করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।