দুই দিনের প্রস্তুতি ম্যাচের মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ওটিস গিবসন একাদশ এবং রায়ান কুক একাদশ। আগে ব্যাট করতে নেমে শুরুতেই ওটিস গিবসন একাদশের দুইটি উইকেট তুলে নেন ফাস্ট বোলার তাসকিন আহমেদ।
গত ম্যাচে দুই হাফসেঞ্চুরিয়ান সাইফ হাসান এবং নাজমুল হোসেন শান্ত উইকেট তুলে নেন তিনি। তবে ব্যাট হাতে মাহমুদুল্লাহ রিয়াদকে সাথে নিয়ে ঘুরে দাঁড়িয়েছেন ইমরুল কায়েস। ইতিমধ্যেই হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ২৫ ওভার এর ২ উইকেটের ৯০ রান সংগ্রহ করেছে ওটিস গিবসন একাদশ। ইমরুল কায়েস ৫০ এবং মাহমুদুল্লাহ রিয়াদ ২৪ রান করে অপরাজিত রয়েছেন। দুটি উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ।
ওটিস গিবসন একাদশঃ সাইফ হাসান, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, নাঈম হাসান, হাসান মাহমুদ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।
রায়ান কুক একাদশঃ তামিম ইকবাল খান, ইয়াসির আলী চৌধুরী, সাদমান ইসলাম, মমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, কাজী নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ ও আল আমিন হোসেন।