দুই দিনের প্রস্তুতি ম্যাচে আগামীকাল আবারো মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে জাতীয় দলের ক্রিকেটাররা। এরপরে তিন দল নিয়ে একটি সিরিজ আয়োজন করতে যাচ্ছে বিসিবি। সেখানে খেলবে জাতীয় দলের ক্রিকেটারদের পাশাপাশি বাংলাদেশ এইচপি দলের ক্রিকেটাররা।
তবে এই সিরিজে খেলবেন না বাংলাদেশ ওয়ানডে দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এইককট সিরিজ খেলতে মাশরাফি বিন মোর্তজা ফিট নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। মাঝে কিছুটা সময় করোনাভাইরাস পজিটিভ হওয়ার কারণে অসুস্থ ছিলেন মাশরাফি বিন মুর্তজা।
এরপর সুস্থ হলেও অনুশীলনে দেখা যায়নি মাশরাফিকে। তবে এরপরই মাশরাফির কোন খোঁজখবর নেয়নি বোর্ড কর্তারা। অনুশীলন করার জন্য মাশরাফিকে কোন ফোন করেনি বিসিবি থাকে। সিরিজ শুরুর এক সপ্তাহ আগে তার কাছে ফোন দিয়ে জানতে চাওয়া হয়েছে যে, সে খেলবে কিনা। ফলে প্রস্তুতি নেওয়ার কোনো সময় ছিল না মাশরাফির সামনে।
সূত্রটি বলেছেন, ‘গতকালই মাশরাফিকে ওয়ানডে সিরিজের কথা জানানো হয়েছে। কিন্তু দেখেন এই যে ৪০ জন ক্রিকেটারকে ডেকে বিসিবি অনুশীলন করালো কই সেখানে তো তাকে ডাকা হলে না! তাকে কী অনুশীলন ক্যাম্পে ডেকে সুযোগ দিয়েছে? দেয়নি। দেখেন ওর তো কোয়ারেন্টিনই হয়নি।
বিসিবি যে প্রক্রিয়ায় ক্রিকেটারদের কোয়ারেন্টিনে রেখেছে, করোনা পরীক্ষা করিয়েছে তার কিছুই ওর ক্ষেত্রে হয়নি। এখন ওকে খেলার কথা বলছে। কিন্তু ভাবুন তো ও কোথায় অনুশীলন করবে? রাস্তায়? দেড়মাস হল করোনা থেকে উঠেছে কেউ কী তাকে ফোন দিয়ে কথা বলেছে?
তাকে নিয়ে কোনো পরিকল্পনা তারা করেছে? এখন তো করোনার সময়। বিসিবি তো তার জন্য কোনো পদক্ষেপই নেয়নি। তাহলে সে কি করে খেলবে বলুন? তবে এটা নিশ্চিত যে, সে কর্পোরেট টি-টোয়েন্টি লিগে খেলবে। ’ তবে কর্পোরেট করে টি-টোয়েন্টি টুর্নামেন্টের দিয়ে মাঠে ফিরবেন মাশরাফি।