ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এ টানা দুই ম্যাচে জয়ের পর দুই ম্যাচ হেরে কিছুটা ছন্দ হারিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। ছন্দ ফিরে পেতে আজ রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ।
এদিকে ইনজুরির কারণে অনিশ্চিত ফাস্ট বলার ভুবেনেশ্বর কুমার। এছাড়াও একাদশে দেখা যেতে পারে মোহাম্মদ নাবি কে। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স চার ম্যাচের মধ্যে দুই ম্যাচে জয়লাভ করেছে। বাংলাদেশ সময় আজ বিকাল ৪:০০ টায় মুখোমুখি হবে দুই দল।
মুম্বই ইন্ডিয়ান্স সম্ভাব্য একাদশ : কুইন্টন ডি কক (উইকেট কিপার), রোহিত শর্মা (অধিনায়ক), সূর্যকুমার যাদব, ইশান কিশান, কেরন পোলার্ড, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, জেমস প্যাটিনসন, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট, জসপ্রিত বুমরাহ।
সানরাইজার্স হায়দরাবাদ সম্ভাব্য একাদশ : ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), জনি বেয়ারস্টো (উইকেট কিপার), মনীশ পান্ডে, কেন উইলিয়ামসন, প্রিয়ম গার্গ, অভিষেক শর্মা, আবদুল সামাদ, রশিদ খান, ভুবনেশ্বর কুমার / সন্দীপ শর্মা, খলিল আহমেদ, টি নাটরাজন।