চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মাটিতে বিশ্বকাপ জয় লাভ করতে চান শাহীন শাহ আফ্রীদি

বর্তমান সময়ে ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা গতিময় তরুণ ফাস্ট বোলার পাকিস্তানের শাহীন শাহ আফ্রীদি। পাকিস্তান জাতীয় দলের হয়ে বর্তমানে নিয়মিত খেলছেন এই তরুণ ফাস্ট বোলার।

প্রত্যেক মানুষেরই লক্ষ্য থাকে তাই পাকিস্তানের এই ফাস্ট বোলারের লক্ষ্য আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় লাভ করা। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে। আর এই টুর্নামেন্টে পাকিস্তানকে চ্যাম্পিয়ন করতে চান এই তরুণ ফাস্ট বোলার।

পাকিস্তানের ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট পাকপ্যাশনডটনেট আফ্রিদিকে উদ্ধৃত করে লিখেছে, ‘লক্ষ্য নিয়ে কথা বললে বলব, ২০২১ টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলে থাকতে পারলে ভালো হয়। দলকে শিরোপা জেতাতে সাহায্য করতে চাই।

একদিন বিশ্বকাপজয়ী দলের অংশ হতে চাই। বিশ্বকাপজয়ী দলের অংশ হতে পারা সব সময়ই দারুণ সম্মানের বিষয়। লোকে এখনো আমাদের ১৯৯২ বিশ্বকাপজয়ী দলের খেলোয়াড়দের নিয়ে কথা বলে।’