সাইফ হাসান করেছেন ৬৪ রান। ৪২ রান করেছেন শান্ত। দেখে নিন ম্যাচের সর্বশেষ স্কোর কার্ড

দীর্ঘদিন পর আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রতিযোগিতামূলক একটি প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটাররা। রায়ান কুক একাদশের বিপক্ষে আগে ব্যাট করছে ওটিস গিবসন একাদশ। শুরুতেই ইমরুল কায়েসের উইকেট হারালেও নাজমুল হোসেন শান্ত এবং সাইফ হাসানের ব্যাটে ঘুরে দাঁড়ায় ওটিস গিবসন একাদশ।

এই দুইজনের পার্টনারশিপ ভাঙেন স্পিনার তাইজুল ইসলাম। দলীয় ১১২ রানের মাথায় সাইফ হাসানের উইকেট তুলে নেন তাইজুল ইসলাম। এরপর দুটোই দুর্দান্ত খেলতে থাকা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত উইকেট তুলে নেন তাসকিন আহমেদ। এই মুহূর্তে ব্যাটিং করছেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং লিটন দাস।

ডানহাতি ওপেনার সাইফ হাসান ৮৬ বলে ৬৪ রান করে আউট হয়েছেন। হাঁকিয়েছেন ৯ চারের সঙ্গে ১টি ছক্কা। অধিনায়ক শান্ত আউট হওয়ার আগে ৪ চার ও ১ ছয়ের মারে করেছেন ৬৮ বলে ৪২ রান।

অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ ৩ ও উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাস ৭ রানে ব্যাটিং করছেন। এর আগে দিনের তৃতীয় ওভারেই তাসকিন আহমেদের বলে উইকেটে পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন ইমরুল কায়েস। তিনি ১ চারের মারে ১২ বলে করেছেন ৭ রান।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৩১ ওভারে ৩ উইকেটে ১২১ রান সংগ্রহ করেছে ওটিস গিবসন একাদশ।

ওটিস গিবসন একাদশ : মোহাম্মদ সাইফ হাসান, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক) মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, নাঈম হাসান, হাসান মাহমুদ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান এবং রুবেল হোসেন

রায়ান কুক একাদশ : ইয়াসির আলী, সাদমান ইসলাম, মমিনুল হক (অধিনায়ক) মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান সোহান, মহাম্মদ সাইফুদ্দিন, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, মোহাম্মদ আল-আমিন হোসেন।