শুরুতেই ইমরুল কায়েসের উইকেট হারালো ওটিস গিবসন একাদশ

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রায়ান কুক একাদশের বিপক্ষে আগে ব্যাট করছে ওটিস গিবসন একাদশ। শেষ খবর পাওয়া পর্যন্ত ৮ ওভারে ১ উইকেটে ৩৬ রান সংগ্রহ করেছে ওটিস গিবসন একাদশ। শুরুতেই ওপেনার ইমরুল কায়েসের উইকেট হারিয়েছে ওটিস গিবসন একাদশ।

ওটিস গিবসন একাদশ : মোহাম্মদ সাইফ হাসান, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক) মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, নাঈম হাসান, হাসান মাহমুদ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান এবং রুবেল হোসেন

রায়ান কুক একাদশ : ইয়াসির আলী, সাদমান ইসলাম, মমিনুল হক (অধিনায়ক) মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান সোহান, মহাম্মদ সাইফুদ্দিন, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, মোহাম্মদ আল-আমিন হোসেন