কিংস ইলেভেন পাঞ্জাবকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল মুম্বাই ইন্ডিয়ান্স।

আইপিএলের গতকাল কিংস ইলেভেন পাঞ্জাবকে ৪৮ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। গতকাল আইপিএল ম্যাচে আগে ব্যাট করে কিংস ইলেভেন পাঞ্জাব কে ১৯২ রানের টার্গেট দেয় মুম্বাই ইন্ডিয়ান্স। জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রানেই থেমে যায় পাঞ্জাব। ফলে ৪৮ রানের দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।

১৯২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা তেমন ভালো করতে পারেনি কিংস ইলেভেন পাঞ্জাবের ২ গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান লোকেশ রাহুল, মায়াঙ্ক আগরওয়াল। এর আগের ম্যাচে দুই সেঞ্চুরি তুলে নিয়েছিল এই দুই ব্যাটসম্যান। কিন্তু গতকাল ব্যাট হাতে তেমন নিজেদের মেলে ধরতে পারেনি তারা। লোকেশ রাহুল ১৯ বল খেলে করেন ১৭ রান। আগরওয়াল করেন ১৮ বলে ২৫ রান।

রানের খাতায় না খুলেই প্যাভিলিয়নের পথ ধরেন করুন নায়ার। তবে কিছুটা আশা জাগিয়েছিলেন নিকোলাস পুরান। ২৭ বলে তিনি করেন ৪৪ রান। গ্লেন ম্যাক্সওয়েল করেন ১১ রান। জিমি নিশাম করেন ৭, সরফরাজ খান করেন ৭ রান। কে গৌতম করেন ২২ রান। রবি বিষনোই করেন ১ রান। শেষ পর্যন্ত ৮ উইকেটে মুম্বাই থেমে যায় ১৪৩ রানে।

মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে প্যাটিনসন, বুমরাহ এবং রাহুল চাহার নেন ২টি করে উইকেট। এছাড়া ট্রেন্ট বোল্ট ও হার্দিক পান্ডিয়া নেন ১টি করে উইকেট। ম্যাচ সেরার পুরস্কার ওঠে কাইরন পোলার্ডের হাতে।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্স সংগ্রহ করে ১৯১ রান। শেষ মুহূর্তের ঝড়ে কাইরন পোলার্ড এবং হার্দিক পান্ডিয়া ৫ ওভারেই তোলে ৮৯ রান। এই রানই পার্থক্য গড়ে দেয় দুই দলের মধ্যে। ২০ বলে ৪৭ রানে অপরাজিত থাকেন পোলার্ড। পান্ডিয়া করেন ১১ বলে ৩০ রান। এর আগে রোহিত শর্মা আউট হন ৪৫ বলে ৭০ রান করে।