শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ স্থগিত হয়ে যাওয়ার পর এখন ঘরোয়া ক্রিকেটে লীগের দিকে বিশেষ নজর দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে আগামী বছরের আগে আর আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের ফেরা হবেনা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের।
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে স্থগিত হয়ে যাওয়ার পর আয়ারল্যান্ডের থেকে চার জাতির একটি টুর্নামেন্টের খেলার প্রস্তাব পেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। তবে এই প্রস্তাবে রাজি হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
এই মুহূর্তে ঘরোয়া ক্রিকেট লিগের দিকে নজর দিয়েছে বিসিবি। নভেম্বর থেকে ছয় দল নিয়ে শুরু হচ্ছে কর্পোরেট টি-টোয়েন্টি টুর্নামেন্ট। এরপর ডিসেম্বরে ঢাকা প্রিমিয়ার লিগের বাকি অংশ আয়োজন করতে চায় বিসিবি। ঠিক এই কারণেই আয়ারল্যান্ডের এই প্রস্তাব না করে দিয়েছে বিসিবি।
আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন ‘ক্রিকেট আয়ারল্যান্ডের পক্ষ থেকে একটি প্রস্তাব এসেছিল। তারা দুবাইয়ে একটি চার দলীয় টুর্নামেন্ট আয়োজন করতে চায়। আমাদের মনে হয়েছে সে সময় ঘরোয়া ক্রিকেট আয়োজন করা অনেক গুরুত্বপূর্ণ। দেশের ক্রিকেটেই আপাতত বাড়তি মনোযোগ দিতে চাইছি আমরা।