গতবছর নারী আইপিএলে বাংলাদেশ থেকে একমাত্র ক্রিকেটার হিসেবে প্রতিনিধিত্ব করেছিলেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের ফাস্ট বোলার অলরাউন্ডার জাহানারা আলম। ওই আসরে ভালই খেলে ছিলেন তিনি। এবারও মাঠে গড়াতে যাচ্ছেন নারী আইপিএল। ভারতের পরিবর্তে এবার নারী আইপিএল ও হবে সংযুক্ত আরব আমিরাতে।
গতবারের মতো এবারও আইপিএল খেলার সুযোগ পাচ্ছেন জাহানারা আলম। তবে বাংলাদেশ থেকে আইপিএলে সুযোগ পেয়েছেন আরো একজন ক্রিকেটার। তিনি হলেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক সালমা খাতুন।
নারী আইপিএল উপলক্ষে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্বাচক প্যানেল থেকে এরই মধ্যে জাহানারা ও সালমাকে চেয়ে বিসিবির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পুরো বিষয়টি দেখভাল করছেন বিসিবির উইমেনস উইংয়ের ইনচার্জ তৌহিদ মাহমুদ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক সূত্রে জানা গেছে, সবকিছু ঠিক থাকলে আগামী ২১ অক্টোবর আইপিএল খেলার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন জাহানারা আলম এবং সালমা খাতুন। তার আগে বিসিবির ব্যবস্থাপনায় দুজনের কোভিড-১৯ টেস্ট করা হবে। আনুষ্ঠানিক সূচি প্রকাশিত না হলেও জানা গেছে সংযুক্ত আরব আমিরাতের শারজায় ৪ থেকে ৯ নভেম্বর তিন দলের আসরটি অনুষ্ঠিত হবে।