ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল আজ মুখোমুখি হচ্ছে দুই শক্তিশালী দল মুম্বাই ইন্ডিয়ান্স এবং কিংস ইলেভেন পাঞ্জাব। বাংলাদেশ সময় আজ রাত ৮ টায় শুরু হবে ম্যাচটি। দুই দলই ইতিমধ্যেই তিনটি করে ম্যাচ খেলেছে যার মধ্যে একটি করে ম্যাচে জয়লাভ করেছে তারা।
মুম্বই ইন্ডিয়ান্স সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেট কিপার), সূর্যকুমার যাদব, ইশান কিশান, কেরন পোলার্ড, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, জেমস প্যাটিনসন / নাথন কল্টার-নীল, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট, জাসপ্রিত বুমরাহ।
কিংস ইলেভেন পাঞ্জাব সম্ভাব্য একাদশ: কেএল রাহুল (অধিনায়ক এবং উইকেট কিপার), মায়াঙ্ক আগরওয়াল, করুণ নায়ার, গ্লেন ম্যাক্সওয়েল, নিকোলাস পুরান, জেমি নীশম, সরফরাজ খান, রবি বিশ্বনয়, এম আশ্বিন, শেল্ডন কটরেল, মোহাম্মদ শামী।