অবশেষে দীর্ঘ ছয় মাসের বেশি সময় পর মাঠে ফিরছে বাংলাদেশ দল। গত ১৬ মার্চ ঢাকা প্রিমিয়ার লিগের পর বাংলাদেশে স্থগিত রয়েছে সকল ধরনের ক্রিকেট ম্যাচ। এরপর শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে মাঠে ফেরার কথা ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। কিন্তু শেষপর্যন্ত শ্রীলঙ্কা সিরিজ স্থগিত হয়ে যাওয়ার কারণে এখন দেশের মাটিতেই ক্রিকেট আয়োজনে ব্যস্ত আছে বিসিবি।
তিন দিনের ছুটি শেষে আজ আবারো অনুশীলনে নামছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শ্রীলঙ্কা সিরিজ স্থগিত হয়ে যাওয়ার পর এখন ঘরোয়া ক্রিকেট লীগে মনোযোগ দিচ্ছে বাংলাদেশের ক্রিকেটাররা। আগামী মাসে ৬ দল নিয়ে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
তবে এর আগে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা। প্রাথমিক স্কোয়াডে থাকা ২৬ জন ক্রিকেটারকে নিয়ে আগামীকাল শুরু হচ্ছে প্রথম দুই দিনের প্রস্তুতি ম্যাচ। দুই দলে ভাগ হয়ে এই ম্যাচে অংশগ্রহণ করবে ক্রিকেটারা। এরপর ৬ অক্টোবর আরো একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে তামিম-মুশফিকরা।
এরপর আগামী ১৩ অক্টোবর একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ক্রিকেটাররা। এই ম্যাচ কে সামনে রেখে ইতিমধ্যেই ৩ আম্পেয়ারকে আইসোলেশনে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাটিতে সিরিজ দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
বাংলাদেশ দল : মুমিনুল হক, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাদমান ইসলাম, সাইফ হাসান, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, ইমরুল কায়েস, ইয়াসির আলি চৌধুরি রাব্বি, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সানজামুল ইসলাম, নাইম হাসান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, এবাদত হোসেন, আবু জায়েদ রাহি ও হাসান মাহমুদ।